ফরিদগঞ্জে তিন যুবদলকর্মী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিনের আদালতে তাদের জামিনের আবেদন করলে আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে একই মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আ: মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টুকে পুলিশ আটক করে আদালতে পাঠালে তাদেরও জেল হাজতে পাঠানো হয়।
জেল হাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খাঁন, উপজেলা জামায়াতের আমীর আবু তাহের, জামায়াত নেতা মোহেবুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, রূপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদল নেতা মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের মাসুদ, উপজেলা যুবদলের সদস্য ফারুক খান, জামাত নেতা মাহফুজুর রহমান, ছাত্রদলের আবদুল্লা ও আবুল মজুমদার।
মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালের ১০ অক্টোবর সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রি-মুখী সংঘর্ষে আরিফ, জাহাঙ্গীর ও বাবুলের মৃত্যুর ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) সিরাজুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ মামলা দায়ের করেন।
এদিকে রোববার ফরিদগঞ্জ উপজেলা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করতে আসলে চাঁদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি লায়ন হারুনুর রশিদ আদালতে দলীয় নেতর্কমীদের সঙ্গে আসেন। তিনি আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মামলার বিষয়ে খোঁজ খবর নেন। একই সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ মো. ইউনুছ আদালতে উপাস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা হলেন সেলিম আকবর ও কামরুল ইসলাম।
এমএএস/জেআইএম