গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের লুট হওয়া বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।
সোমবার সকাল থেকে সাঁওতাল পল্লীর আশে পাশের গ্রামগুলোতে এ অভিযান চালাচ্ছেন তারা। গাইবান্ধা পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া বলেন, লুট হওয়া সাঁওতালদের বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধার অভিযান চলছে।
ইতোমধ্য কামারপাড়া, কুটিপাড়া, কাটামোড়সহ সাঁওতালপল্লীর আশে পাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৫ বান্ডিল টিন উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
আহতদের মধ্যে ৯ পুলিশ সদস্য তীরবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হয়ে তিনজন সাঁওতাল মারা যান। আগুন দিয়ে সাঁওতালদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয়। সেই সঙ্গে লুট করা হয় ধান, চাল, টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ৩৩৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে সাঁওতালদের পক্ষ থেকে স্থানীয় সাংসদসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়।
রওশন আলম পাপুল/এএম/এমএস