নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিক রাখার জন্য ২৭ জন সাহসী কন্যা এবং চারজন সাহসী ভাইকে সংবর্ধনা দিয়েছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।
সোমবার দিনাজপুর প্রেসক্লাব হলরুমে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এই ৩১ জন সাহসীকে সংবর্ধনা দেয়। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক দিনাজপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুম মুনিরা, কানিজ রহমান, জিনাত রহমান, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, পৌর কাউন্সিলর মুক্তিবাবু, অ্যাডভোকেট তৈয়বা বেগম ও টাঙ্গাইল থেকে আগত মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহামুদা শেলী প্রমুখ।
সংবর্ধনা পাওয়া সাহসীরা হলেন- পুতুল, সেলিনা, চায়না, শাহানা, আইরিন, লাবন্য, রওশন, ছুপিয়া, রানী, শিলা, মঞ্জুরা, মাজেদা, রিনা, বিথি, রাবনী, মনি, আরজিনা, ছাবিয়া, শাহানাজ, রত্মা, লাভলী, খুশি, সানজেনা, শেপালী, মোমেনা, মৌ ও নুপুর। এছাড়া ৪ সাহসী ভাই হলেন গোলাম আলী, সুজন, সাইদুর ও মো. লিমন।
সভায় বক্তরা বলেন, গত ১০ জুলাই দিনাজপুর শহরের রামনগর ইদ্রামোড়ের জনৈক ছাত্রীকে বখাটে নাসিম প্রতিদিন উত্ত্যক্ত করত। ওই উত্ত্যক্তকারীকে বাধা দিতে গেলে সে তার সাঙ্গ-পাঙ্গসহ ওই রাতে ছাত্রীটির বাড়িতে আক্রমণ করে। সে সময় প্রতিবেশীরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করে।
সমাজে আজকাল কারও বিপদে কেউ সাধারণত এগিয়ে আসে না। এমন পরিস্থিতিতে মহল্লার মা-বোনেরা ঝুঁকি নিয়ে নিপীড়িতদের রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। তাদের সম্মান জানানো দেশ, জাতি ও সমাজের নৈতিক কর্তব্য।
এমদাদুল হক মিলন/এএম/এমএস