দেশজুড়ে

টাঙ্গাইলে ১৩ জেএমবির ২০ বছর করে কারাদণ্ড

সারাদেশে সিরিজ বোমা হামালার ঘটনায় টাঙ্গাইলে ১৩ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার করে জরিমানা অনাদায়ে ৩ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় একযোগে সিরিজ বোমা হামলা চালানোর বিস্ফোরক মামলায় জেএমবির ১৩ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমানুল্লাহ, আরমান বিন আজাদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান আব্দুল আহাদ হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম ও রাসেলসহ ১৩ জন। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস