সারাদেশে সিরিজ বোমা হামালার ঘটনায় টাঙ্গাইলে ১৩ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার করে জরিমানা অনাদায়ে ৩ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় একযোগে সিরিজ বোমা হামলা চালানোর বিস্ফোরক মামলায় জেএমবির ১৩ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আমানুল্লাহ, আরমান বিন আজাদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান আব্দুল আহাদ হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম ও রাসেলসহ ১৩ জন। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।
এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল ও অ্যাডভোকেট নাজিম উদ্দিন।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস