ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিমানের দুইটি ফুয়েল ট্যাংক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের জমির পাশ থেকে ট্যাংক দুইটি উদ্ধার করা হয়।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা নীলনগর গ্রামে ধানি জমির পাশে বিমানের ওই দুটি ফুয়েল ট্যাংক দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংক দুইটি থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে উড়ন্ত অবস্থায় কোনো বিমান থেকে ফুয়েল ট্যাংক দুইটি মাটিতে পড়ে গেছে বলেও জানান ওসি।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস