দেশজুড়ে

সোনারগাঁয়ে প্রতিপক্ষের গুলিতে যুবক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে গুলি করেছে। ওই সময়ে আরো কয়েক রাউন্ড গুলি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে তারা। রোববার রাতে সোনারগাঁয়ের চর হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ জনি মিয়াকে জনি (১৮) কে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবার নাম মোহাম্মদ আলী।প্রত্যক্ষদর্শীরা জানান, চর হোগলা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচেন ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন ও হারুনুর রশিদ শেখ। ওই নির্বাচনে নাসিরউদ্দিন জয়ের পর থেকেই হারুনুর রশিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এর মধ্যে বালু ব্যবসার আধিপত্য নিয়েও নাসিরউদ্দিনের সঙ্গে লোকজনদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় হারুনুর রশিদ ও জনি ট্রলারে করে চর হোগলা এলাকাতে যাওয়ার পরেই নাসিরউদ্দিন ও তার লোকজন গুলি করে। এতে জনির পায়ে গুলিবিদ্ধ হয়। পরে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, চর হোগলা গ্রামে বালু নিয়ে প্রতিপক্ষের সাথে প্রায় সময়েই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে রোববার গুলির ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে কি কারণে গোলাগুলির ঘটনা ঘটে।  শাহাদাৎ হোসেন/এসএইচএস