ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১শ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গেল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬৩ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, শৈলকুপা ৩২ জন, কালিগঞ্জ থেকে ১ জন, মহেশপুর থেকে ১৯ জন ও কোটচাঁদপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আইআই