আর মাত্র ৮৬ করলে তিনি ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করবেন। সেই সুযোগ বোধহয় আর পাবেন না শিবনারায়ণ চন্দরপল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন চন্দরপল। ৩ জুন শুরু হবে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড এবং কোচ ফিল সিমন্স দুজনই মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশে চন্দরপলের আর সুযোগ পাওয়ার কোনো পথ খোলা নেই। গত এপ্রিল-মেতে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে চন্দরপল ১৫.৩৩ গড়ে মাত্র ৯২ রান করেন। ক্রিকইনফো।এআরএস/এমএস