জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ২০০ ট্যাবলেট পিসি জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকা থেকে ২০০ পিস অবৈধ ট্যাবলেট কম্পিউটার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আমদানি অনুমতিপত্র ছাড়া হংকং থেকে পিসিগুলো দেশে আনা হলে সোমবার সকালে এসব জব্দ করা হয়। আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াইয়ের তৈরি পিসিগুলো ১৩টি কার্টনে বাংলাদেশে আনা হয়েছিল।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, মিডলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৪ মে পিসিগুলো আমদানি করে ইউসিসি টেকনোলজি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তবে তাদের আমদানির কোন অনুমতি নেই, শুল্ক দেয়নি তারা। তাই আমদানি নীতি ভঙ্গের জন্য পিসিগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত পিসিগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।এআর/এআরএস/এমএস