দেশজুড়ে

পদ্মায় নিখোঁজ অপর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের অপরজনের মরদেহ বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫০ ঘণ্টা পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এহসানুল ইসলাম সাকিনের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহুট উদ্ধার করে তীরে নিয়ে আসে।

এ সময় সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার সাকিনের স্বজনদের খবর দেন। স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ নিয়ে শখের বসে গোসল করতে নামা দুইজন ছাত্রেরই মরদেহ পাওয়া গেল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৭ই আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে এসএম স্কুল অ্যান্ড কলেজের ৭ম ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র যথাক্রমে তৌহিদুল ইসলাম অপূর্ব ও এহসানুল ইসলাম সাকিন গোছল করতে নেমে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে অপূর্বর মরদেহ একইভাবে পাওয়া যায়।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর