শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় কে হতে যাচ্ছেন রিয়ালের কোচ? প্রথম দিকে অনেক গুলো নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির জায়গাটা যে রাফায়েল বেনিতেজই নিতে যাচ্ছেন নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্দো ফার্নান্দেজ। ফার্নান্দেজ বলেছেন, রাফায়েল বেনিতেজ অসাধারণ একজন কোচ। আমাদের মৌসুম শুরু হবে ৩০ জুলাই থেকে। বেনিতেজের তত্ত্বাবধানে বিশ্বের সেরা ফুটবলাররা কেমন খেলে সেটাই এখন দেখার অপেক্ষা।এসময় আনচেলত্তির প্রশংসাও করছেন ফার্নান্দেজ। বলেছেন, কার্লো মানুষ হিসেবে দারুণ ছিলেন। ওর প্রতি সবসময় আমাদের আলাদা আবেগ থাকবে। রিয়াল ক্লাবের জন্য সেরা কোচকেই বেছে নিয়ে আসে। এটাই আমাদের কাজ। আনচেলত্তি বিশ্বের সেরা ট্রেনার ছিলেন। বছর দুয়েক আগে হোসে মরিনহো এই জায়গাটায় ছিলেন। এবার তা রাফায়েল বেনিতেজের হতে যাচ্ছে। তারা সকলেই বিশ্বসেরা।এখন দেখার বিষয় বিশ্বসেরা বেনিতেজ রিয়ালের চাহিদা পূরণ করতে পারেন কিনা।এমআর/পিআর