ইয়াসমিন আক্তার জুঁই এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বাবা জুমার আলী আগে রিকশা চালাতেন, এখন তিনি অটোরিক্শা চালক। নিজের ভাগ্য গড়তে না পরলেও তিনি জীবন সংগ্রাম করছেন সন্তানদের প্রতিষ্ঠিত করতে।জুঁই এর মা নাজমা খাতুন একজন গৃহিনী। দুই ছেলে ও দুই মেয়ের জনক-জননী তারা। জুমার আলীর প্রবল ইচ্ছা ও সন্তানদের আগ্রহ মিলিয়ে সবাই লেখাপড়া করছেন। বড় ছেলে নাজমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স পড়ছেন। ছোট এক ভাই ও বোনও স্কুলে অধ্যয়নরত। এ যেন এক অন্যরকম পরিবার। বাবার পরিশ্রমের প্রতিটি টাকা তারা নিষ্ঠার সঙ্গে কাজে লাগাচ্ছেন।জুঁই বড় হয়ে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসনিক কর্মকর্তা হতে আগ্রহী বলে জানান।। তার আকাঙ্খা ও নিষ্ঠা একদিন তাকে সফল করবে এ আশাবাদ ব্যক্ত করেছেন জুঁই এর স্কুল ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআই