ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রীর মৃত্যুর পর উচ্ছেদ করা হলো জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ের অবৈধ স্থাপনা। বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে একটি লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও রেল কর্মকর্তাদের উপস্থিতিতে চন্দ্রা রেলক্রসিং এলাকার ২০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানান, দুর্ঘটনা এবং অবৈধ দখল ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ রেলক্রসিং এলাকায়ও উচ্ছেদ অভিযান চালানো হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা এলাকায় বিজিবি রেলক্রসিং পয়েন্টে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছানোয়ার নামে ওই অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও সাতজন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।
শুভ্র মেহেদী/আরএআর/জেআইএম