দেশজুড়ে

আ.লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে বগুড়ার শাজাহানপুরে পিটু মিয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর বিষয়টি ধামাচাপা ও মিংমাসা করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।পিটু মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের বড়নগর এলাকার ০৫ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, পিটু মিয়া সঙ্গে পার্শ্ববর্তী আকন্দপাড়ার মমতাজ আলীর স্ত্রী নাজমা আকতারের পরকীয়ার সম্পর্ক চলছিলো। রোববার রাতে নাজমা আকতারের স্বামী বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে তার বাড়িতে যায় আওয়ামী লীগ নেতা পিটু মিয়া। বিষয়টি প্রতিবেশিরা টের পেয়ে গেলে তাদের আপওিকর অবস্থায় ধরে ফেলে। এরপর তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।লিমন বাসার/এআরএ/আরআইপি