দেশজুড়ে

নীলফামারীতে ভারতীয় নাগরিক আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় আব্দুর রহমান (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানারহাট বিজিবি ক্যাম্পের জোয়ানরা। সোমবার ভোর রাতে তাকে সীমান্তের ৭৯৭ নম্বর মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ছাতনাই ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে আটক করা হয়।আটককৃত নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারায় থানারহাট বিজিবির হাবিলদার সাইদুল ইসলাম বাদী হয়ে সোমবার বিকালে ডিমলা থানায় একাট মামলা দায়ের করেছেন। তিনি মালদাহ জেলার চানচল থানার সদরপুর গ্রামের ফুল মোহম্মদের ছেলে।এলাকাবাসী অভিযোগ করে বলেন, রহমান ভারতে নারী পাচারের সঙ্গে জড়িত। তিনি তিস্তাপাড়ের মমতাজ উদ্দিনের মেয়ে মমতাকে (১৬) ভারতের পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারের জন্য অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এলাকাবাসীর সহযোগীতায় বিজিবি তাকে আটক করতে না পারলে তিনি মমতাকে ভারতে নিয়ে যেতেন। তবে আটককৃত ভারতীয় এই নাগরিক উগ্র জেএমবি সদস্য কিনা না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে জানায়, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি থানায় মামলা দায়ের করেছে।জাহেদুল ইসলাম/এআরএ/আরআই