ধর্ম

১৪ লাখ মানুষের শহরে ৫০ লাখ কবর

কবর পরকালের প্রথম মনজিল। যে কারণে আল্লাহর প্রিয়বান্দারা সবসময় কবরের ভয়ে থাকতেন শংকিত ও ভীত। এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে ব্যক্তি কবরের কথা শুনলে ভয় পায় না। অথচ এমনই কবরস্থানের আছে, যে কবরস্থান দেখতে বছরজুড়ে লেগে থাকে দর্শণার্থীরা ভিড়।

‘ওয়াদি আস-সালাম’ নামক কবরস্থান। যা ইরাকের নাজাফ শহরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান এটি। নাজাফ শহরের জনসংখ্যা হলো ১৪ লাখ। আর এ ঐতিহাসিক কবরস্থানের কবরের সংখ্যা হলো প্রায় ৫০ লাখ।

ওয়াদি আস-সালাম কবরস্থানের ভিডিও

এ কবরস্থানের আয়তন হলো ৬ বর্গ কিলোমিটার। অর্থাৎ ১৪৮৫.৫ একর ভূমি। প্রতিদিন এ কবরস্থানে ১৫০ থেকে ২০০ মৃত ব্যক্তিকে দাফন করা হয়। জনসংখ্যার চেয়ে চারগুণ বেশি মৃতব্যক্তির আবাসস্থল দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষের ঢল নামে এখানে।

যদিও আগে এ গোরস্থানে ৮০ থেকে ১২০ জন মৃত ব্যক্তিকে প্রতিদিন দাফন করা হতো। বর্তমানে যুদ্ধকবলিত ও আইএস সন্ত্রাসীদের আগ্রাসনের ফলে উল্লেখযোগ্য হারে মৃতের সংখ্যা বৃদ্ধি হওয়া তা দাড়িয়েছে ১৫০ থেকে ২০০ জনে।

এমএমএস/এমএস