গত তিন দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা ডুবে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অব্যাহত বন্যায় বাঘাইছড়ি পৌরসভাসহ উপজেলার প্রায় ৮ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পৌরসভা এলাকাসহ উপজেলার সাজেক, আমতলি, সারোয়াতলী, রুপকারী, বঙ্গলতলী, খেদারমারা, মারিশ্যা ও বাঘাইছড়ি ইউনিয়নের বিস্তীর্ণ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকায় বাস করা লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জাফর আলী খাঁন জানান, পৌরসভার মধ্যে প্রায় ১ হাজার মানুষ এখন পানিবন্দি। লোকজনদের আশ্রয় পাঠানো হচ্ছে। এসব দুর্গত মানুষকে জরুরি মুহূর্তে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষ আকস্মিক বন্যার শিকার হয়েছেন। বন্যায় কবলিত দুর্গত লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, বাঘাইছড়িতে বন্যায় প্লাবিত খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সেখানে শুকনা খাবার পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য সহায়তায় সেখানে ১৫ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে।
এদিকে, বর্ষণে বাঘাইছড়ির মারিশ্যা-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। শুক্র-শনিবার সড়কে সাময়িকভাবে যান চালাচল বন্ধ ছিল। সড়কের ৬ ও ১২ কিলোমিটার এলাকায় ধসে পড়া মাটি অপসারণের পর শনিবার বিকেল থেকে ফের যান চলাচল শুরু হয়। খাগড়াছড়ি-মারিশ্যা সড়কে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় সড়ক ও জন পথ বিভাগ।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম