দেশজুড়ে

সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী গ্রেফতার

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিক পাড়া থেকে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার ভোরে নিজগ্রাম থেকে জঙ্গি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিমন একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

রোববার দুপুর ১২টায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম ও স্থানীয় ক্যাম্পের মেজর মনির আহমেদ।

লিখিত বক্তব্যে র‌্যাব-৬ এর পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিক পাড়ায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমন হুসাইনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে অত্র-অঞ্চলে জেএমবিকে সংগঠিত করে আসছিল।

লিমন জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামে এ বছরের গত ১৬ ও ১৭ মে দু-দিনব্যাপী র‌্যাবের অভিযানকালে সুইসাইডাল ভেস্ট ও এ্যান্টি পার্সেনেন মাইন সদৃশ ইমপ্রোভাইজড ডিভাইসসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলার প্রধান পলাতক আসামি ছিল বলে জানান এ কর্মকর্তা।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস