ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১ টায় জ্যোষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১ টায় কড়া পুলিশি নিরাপত্তায় হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত ২৭ আসামিকে আদালতে হাজির হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে বিচারক ২৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহীনুজ্জামান ২৭ আসামিকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে থাকায় আদালতে উপস্থিত হন নি। উল্লেখ্য, গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়। গত ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়। এর মধ্যে ৩৫ জনকে বিভিন্ন সময় র্যাব ও পুলিশ গ্রেফতার করে । জহিরুল হক মিলু/এসএস/এমএস