লক্ষ্মীপুরের রামগঞ্জে খেলতে গিয়ে অসাবধানতাবসত পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে শোকাহত পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে।এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে রিকশা চালক মাহফুজুর রহমান ওরফে মাফুর ছেলে সৌকত হোসেন (৪) ও মেয়ে মিলি আক্তার (আড়াই বছর) বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ভাই-বোনের মরদেহ পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনাটি সত্যিই হৃদয় বিদারক। ছেলে-মেয়ে মারা যাওয়াতে এখন ওই পরিবারের আর কোন সন্তান নেই।কাজল কায়েস/এসএস/আরআইপি