দেশজুড়ে

দিনাজপুরে সড়কে ধান ফেলে কৃষকের প্রতিবাদ

দিনাজপুরে উৎপাদিত ফসলের দাম না পাওয়ায় সড়কে ধান ফেলে প্রতিবাদ করেছে কৃষকেরা। সেই সঙ্গে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ধান ফেলে এ প্রতিবাদ করে অসংখ্য কৃষক-কিষানী।এ সময় বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার উদ্যোগে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন, জেলা সভাপতি বদিউজ্জামান বাদল ও সাধারণ সম্পাদক দয়ারাম রায়সহ অন্যরা।কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন কৃষক ধানের লাভজনক দাম না পওয়ায় সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের কৃষি ও কৃষকবান্ধব সরকার বলে দাবি করলেও কৃষকের জন্য কিছুই করছে না। কৃষকের ঘামের ফসল বিদেশে রফতানি করে সরকার বাহবা নিতে চায়। অথচ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা হয় না।এ সময় বক্তরা অভিযোগ করেন, দেশে তিন কোটি ৩৮ লাখ টন খাদ্য উৎপাদন হলেও সরকার নামমাত্র ৮ থেকে ১০ লাখ টন ধান চাল ক্রয় করে। ভারত থেকে খাবার অনুপযোগী লাখ লাখ টন চাল আমদানি করে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লুটছেন। অথচ কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।উল্লেখ্য, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজার মূল্য ভালো না থাকায় কৃষকের মুখে হাসি নেই। ধান বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না কৃষকের। চড়া সুদে ঋণ নিয়ে ধান চাষ করে দেনা পরিশোধ করতে না পারায় কৃষকের চোখে-মুখে এখন হতাশার গ্লানি।উত্তরাঞ্চলের বাজারগুলোতে নতুন ধান আসলেও তা মণপ্রতি বিক্রি হচ্ছে এখন সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ টাকা পর্যন্ত। অথচ উৎপাদন খরচ পড়েছে মণপ্রতি সাতশ টাকা।শাহ আলম শাহী/বিএ/আরআই