দেশজুড়ে

৫ উপজেলার লক্ষাধিক বানভাসির মানবেতর জীবন

টানা বর্ষণ ও উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি গোপালপুরের নলিন পয়েন্টে বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে ৫ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। বন্যাদুর্গতদের অভিযোগ এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো প্রকার ত্রাণ সহযোগিতা পাননি তারা। সেই সঙ্গে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করার দাবি তাদের।

এদিকে, পানি বৃদ্ধির ফলে চরম হুমকির মুখে পড়েছে ভূঞাপুর উপজেলার তারাকান্দি বাঁধ। বাঁধের পূর্ব দিকের ১০ স্থান ছিদ্র হয়ে ধীরে ধীরে প্রবেশ করছে পানি। যেকোনো সময় বাঁধটি ধসে পড়ার শঙ্কা করছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ জানান, উজানের ঢল ও টানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি প্রতিদিনই ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সকালে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইলের গোপালপুর নলিন পয়েন্টে বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ইতোমধ্যে টাঙ্গাইল সদর, কালিহাতি, ভূঞাপুর ও গোপালপুর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, বানভাসিদের মধ্যে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসিরা। এরই মধ্যে পানিতে ভেসে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমির ফসল।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস