দেশজুড়ে

ভাসছে লংগদু ও বাঘাইছড়ি, কয়েক হাজার পরিবার পানিবন্দি

কয়েক দিনের অবিরাম টানা বর্ষণে নামা পাহাড়ি ঢলে বন্যার পানিতে ভাসছে জেলার লংগদু ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা।

সেই সঙ্গে কাপ্তাই লেকের পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে লেক সংলগ্ন কয়েক হাজার পরিবারের মানুষ। দুর্যোগ মোকাবেলায় হিমশিম প্রশাসনিক কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।

প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। উপজেলার আটারকছড়া, ইয়ারংছড়ি, সোনাই, মালাদ্বীপ, কালাপাকুজ্যা, মাইনিুখ, গাথাছড়া, ছোট মাহিল্যা, গোলশাখালী, জারুলবাগান, ফোরেরমূখ ও ভাসান্যাদম ভাসছে বন্যার পানিতে। এ পর্যন্ত কয়েকশ পরিবারের বাড়িঘর প্লাবিত হয়েছে। দুর্গতদের অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি আর অনেকে সরকারি আশ্রয় কেন্দ্রে।

তাদের জেলা প্রশাসনের সহায়তায় শুকনা খাবারসহ ত্রাণ বিতরণ করছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। বন্যাকবলিত হওয়ায় উপজেলার ইয়ারিংছড়ি বাজার এবং ইয়ারিংছড়ি সেনামৈত্রী হাইস্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। লংগদু সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল আলীম চৌধুরীর নেতৃত্বে বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী।

অপরদিকে, জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির নিচু এলাকার অসংখ্য পরিবারের বাড়িঘর প্লাবিত হওয়ায় ১৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ২ হাজারের অধিক দুর্গত লোক আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে, রাঙ্গামাটি শহরের শান্তিনগর, পুরানবস্তি, জুলুক্যাপাহাড়, মুসলিমপাড়া, গর্জনতলী, তবলছড়ির মাঝেরবস্তি, আসামবস্তিসহ লেক সংলগ্ন বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকে কয়েক হাজার পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস