পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে পিকআপ ভ্যানেরচাপায় আব্দুর রহমান (৬০) ও মহিরুল মোস্তফা সাধু (৪০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক বাকী হোসেন (২২) আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পাবনা সদর উপজেলার মধুপুর গ্রামের ডাক্তার হোসেন আলীর ছেলে এবং মহিউল আলম সাধু একই গ্রামের মুত্তালিব হোসেনের ছেলে।সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন বৃদ্ধ পাবনা-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তারা মধুপুর বাজারের দক্ষিণপাড়া মসজিদের সামনে আসলে হঠাৎ করে একটি লিচু ভর্তি হলুদ রংয়ের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় ট্রাকের চালক বাকি (২২) গুরুতর আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে।একে জামান/এসএস/এমএস