দেশজুড়ে

বজ্রপাতে শিশু নিহতের ঘটনায় ৪০ হাজার টাকার সাহায্য

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর রূপপুরে বজ্রপাতে দুই শিশু মারা যাওয়ার ঘটনায় ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা সাহায্য দেয়া হয়েছে। এছাড়া আহত দুই শিশুর চিকিৎসার জন্য ১০ হাজার ও ৩ হাজার টাকার সাহায্য দেয়া হয়েছে। বুধবার সকালে এই সাহায্য দেয়া হয়।নিহত শিশুদের নাম সিয়াম ও সবুজ। তারা ৪ জনই মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আম কুড়াচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে সিয়াম ও সবুজ মারা যায়। এতে আহত হয় নিপা ও প্রান্ত। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস