নড়াইল শহরের রপগঞ্জ বাজারে শায়লা হাসপাতালের সামনে ট্রাকচাপায় বাবা উকিল মিয়া (৪০) ও মেয়ে খাদিজা বেগম (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় নাতনি ইভা খাতুন (৩) সহ ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের বাড়ি সদর উপজেলার মধ্যপল্লী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-যশোর সড়কের রুপগঞ্জবাজার শায়লা হাসপাতাল এলাকায় নড়াইল শহরগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৮-১৮৬৯) একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান ট্রাক চাপায় ২ জন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।হাফিজুল নিলু/এসএস/এমএস