কিশোরগঞ্জের নিকলীতে পুকুরের পানিতে ডুবে মারিয়া (২) ও জোনাকি (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া নিকলী সদর ইউনিয়নের মহরকোনা কুমারছারা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং জোনাকি একই গ্রামের রুকন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ওই দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পানিতে ভাসমান অবস্থায় পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নিকলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি