দেশজুড়ে

পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

কুমিল্লার চান্দিনায় বাসে বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দেসহ অন্যান্যদের উপর পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজবাড়ীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রেসকাবের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।এ সময় বক্তারা বাসে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি জানান।মানববন্ধন বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি অসিম কুমার পাল, সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেনদ্র নাথ দাস প্রমুখ।রুবেলুর রহমান/এআরএ/আরআই