দেশজুড়ে

পদ্মার পানিতে জাজিরার ১৪ গ্রাম প্লাবিত

পদ্মানদীর পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এতে প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, মাছের ঘের, ফসলি জমি ও সড়ক। পানিবন্দি ওইসব পরিবার তাদের সন্তান ও গৃহপালিত পশু নিয়ে পড়েছেন চরম বিপাকে।

জাজিরা উপজেলা প্রকল্প কর্মকর্তা স্বপন মাতব্বর জানায়, জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাসপুর, পালেরচর, বড়কান্দি ও জাজিরা ইউনিয়নের ১৪টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে করে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তালিকা প্রস্তুত হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল অথবা নগদ অর্থ দেওয়া হবে।

পানিবন্দি আনোয়ার, আজিজ মাদবর, ফাতেমা বেগম, জান্নাতুন জানিয়েছেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বাড়িতে পানি ওঠায় রান্না করতে পারছেন না। গবাদী পশু নিয়ে তারা বিপাকে পড়েছেন।

তাছাড়া চারপাশে পানি হওয়াতে হাতে নেই কোনো কাজও, আবাদী জমিগুলো তলিয়ে রয়েছে পানিতে। তাদের এমন চরম দুঃসময়ে এখনো পর্যন্ত চেয়ারম্যান মেম্বারসহ কেউ কোনো সাহায্য সহযোগিতা করনি।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। পানিবন্দি পরিবারগুলোকে সাহায্যের জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে, শুধু ওইসব পরিবারের তালিকা প্রস্তুতের আপেক্ষায় রয়েছেন। তালিকা প্রস্তুত হওয়া মাত্রই তাদেরকে চাল দেওয়া হবে।

মো. ছগির হোসেন/এফএ/আরআইপি