দেশজুড়ে

কাপ্তাইয়ে শিবির সন্দেহে আটক ৭ জন রিমান্ডে

নাশকতার অভিযোগে শিবিরকর্মী সন্দেহে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় গ্রেফতার সাতজনকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের রাঙ্গামাটি জেলা দায়রা ও জজ আদালতে হাজির করা হলে এ রিমান্ড মঞ্জুর করে আদালত। তারা হলেন- আরমান, হাসান, রাব্বি, বিল্লাল হোসেন, মো. কাউসার মনির ও ঈমাম হাসান।

গত ১৫ আগস্ট নাশকতা চালানোর আশঙ্কার অভিযোগে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ১৮ শিক্ষার্থীকে আটক করে কাপ্তাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শিবিরের দলিলপত্রসহ চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।

কাপ্তাই থানা পুলিশ ও আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আটকদের রাঙ্গামাটি জেলা দায়রা ও জজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও কাপ্তাই থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল আলী তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এতে সাতজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসেনের আদালত। বাকি ১১ জনের বয়স নিয়ে অপ্রাপ্ততার জটিলতা থাকায় তা সঠিক নিরুপণের আদেশ দেন আদালত। তবে আটক ১৮ জনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর জানান, গত ১৫ আগস্ট রাতে কাপ্তাইয়ের নতুনবাজার জাকির হোসেনের সমিল সংলগ্ন একটি মেস থেকে ১৮ শিবিরকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে শিবিরের বই, চাঁদা আদায়ের ৪৫টি রশিদ বই, রেজিস্ট্রার খাতাসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কাপ্তাই থানায় মামলা হয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/আইআই