ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মজিব উদ্দিন আহম্মেদ বলেছেন, শিগগিরই ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টোকনোলজি (ইইউএসটি) প্রতিষ্ঠিত হবে। এ ভার্সিটি প্রতিষ্ঠিত হলে উত্তর জনপদের মানুষ আলোকিত হয়ে গড়ে উঠবে। বৃহস্পতিবার সকালে প্রস্তাবিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টোকনোলজি (ইইউএসটি) ঠাকুরগাঁও প্রতিষ্ঠালগ্নের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।এসময় ইএসডিও নিবার্হী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ-জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির চৌধুরী, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড সচিব রাইমুল আহসান, শিক্ষাবিদ প্রফেসর চৌধুরী হুমায়ুন কবির, প্রফেসর আইয়ুব আলী, প্রফেসর আতাউর রহমান, প্রফেসর মো. মহসিন, প্রফেসর মো. আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বাবু, আব্দুর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাজিউর রহমান, রোড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার প্রমুখ।মতবিনিময় সভায় বক্তারা শিগগিরই ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টোকনোলজি (ইইউএসটি) স্থাপন করে এ অবহেলিত অঞ্চলের ছেলে-মেয়েদের শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে অতিথিদের স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় ঠাকুরগাঁওয়ের শিক্ষাবিদ, রাজনৈতিক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।রবিউল এহসান রিপন/এসএস/পিআর