নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফারিয়া ইসলাম মিমকে কৌশলে এসএসসি পরীক্ষায় ফেল করানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত সড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ফলাফল পুনর্মূল্যায়ন ও দোষী শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন, সচেতন নাগরিক সমাজের খন্দকার আল মুনসুর বিল্লাহ, মোস্তফা কামাল স্বপন প্রমুখ। পরে জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের কাছে স্মারকলিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক জানান, বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট তদন্তকমিটি গঠন করা হয়েছে।উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক ফসিয়ার রহমান তিন বছর আগে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে থাকাকালীন সময়ে ফারিয়াকে উত্যক্ত করার ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে মেহেরপুরে বদলি করা হয়। পরে বদলি হয়ে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে চলে আসেন। ফারিয়ার পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা ওই শিক্ষক কৌশলে ফারিয়াকে ফেল করিয়েছে বলে অভিযোগ তার বাবা মায়ের। হাফিজুল নিলু/এসএস/পিআর