দেশজুড়ে

দিনাজপুরে বন্যায় আরও দুইজনের মৃত্যু

দিনাজপুরে বন্যায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুরে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।

নিহতরা হলো- বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাইমুর রহমান নাঈম (১৭) ও খানসামা উপজেলার হোসেনপুর কানার মোড় এলাকার আয়নালের ছেলে হৃদয় (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাইমুর রহমান নাঈমের মরদেহ রেল লাইনের নিকটবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। সে গত ১৩ আগস্ট বন্যার পানির স্রোতে ভেসে যায়।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে খানসামা উপজেলার হোসেনপুর কানার মোড় এলাকার আয়নালের ছেলে হৃদয় বৃহস্পতিবার সন্ধ্যায় পানির স্রোতে ভেসে যায়। অনেক খোজাঁখুঁজি করে রাতে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর