বগুড়ার ধুনটের গোসাইবাড়ি বাজারে বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ কাজীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা করেছেন। থানা সুত্র ও স্থানীয়রা জানায়, সোহাগ কাজী উপজেলার পূর্বগুয়াডহুরী গ্রামের লতিফ কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধুনট ও আশপাশের উপজেলায় মাদক বিক্রি করছিলেন।
গত ৪ আগস্ট গোসাইবাড়ি এলাকায় মাদক বিক্রির সময় ২৫ পিস ইয়াবাসহ তার সহযোগী শাওন ও মঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় সোহাগ কাজী পালিয়ে যায়। ওই ঘটনায় সোহাগসহ তিনজনের বিরুদ্ধে ওইদিন থানায় মামলা হয়।
পুলিশের কাছে তথ্য ছিল সোহাগ কাজী গোসাইবাড়ি বাজারে মাদক বিক্রি অব্যাহত রেখেছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহাগ নিজেকে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দাবি করেছেন।
ধুনট উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ফজলুল হক মিলন বলেন, শুধু সোহাগ নয় এ উপজেলায় শ্রমিক লীগের অনেক দায়িত্বশীল নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
লিমন বাসার/এফএ/আরআইপি