দেশজুড়ে

বন্যায় ভেসে এল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর নামক স্থানে একটি খাল থেকে বন্যায় ভেসে আসা ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৯টায় পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে কৃষি কাজে মাঠে আসা কৃষকরা ওই বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পরণে লুঙ্গি ও স্যান্ডোগেঞ্জি পরা ওই বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

বন্যার পানিতে পড়ে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ মারা যেতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এফএ/পিআর