টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুইছাত্র নিহত হয়েছে। রোববার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহতরা হলো, সদরের পোষ্টকামুরী গ্রামের লাবু মিয়ার ছেলে সৈকত হোসেন ওরফে মীম এবং একই গ্রামের আবুল মিয়ার ছেলে রিফাত মিয়া।
জানা গেছে, মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৈকত হোসেন তার বন্ধু সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র রিফাত মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বেড়াতে বের হয়। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সৈকত চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। গুরুতর আহত হয় রিফাত। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে রিফাত মারা যায় বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থী ও জনতা মহাসড়কে অবস্থান নেয়। এসময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুলছাত্র সৈকতের মৃতদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট দুলালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএএস/আরআইপি