দিনাজপুরের বীরগঞ্জে মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করার সময় ৭ পুলিশ আহত হয়েছেন। এসময় পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালান। এতে অফিসারসহ ৭ পুলিশ আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মো. গাবুর আলী (৫২), এসআই মো. নাজমুল হোসেন (৩৯), এসআই মো. জাহাঙ্গীর (৩২), এসআই উত্তম কুমার (৩৩), এএসআই প্রভাত চন্দ্র রায় (৪২), এসআই মো. মশিউর রহমান (৩৮) পুলিশ সদস্য মো. মোজাম্মেল হক (৩৭)।আটক মোটরসাইকেল ছিনতাইকারী আলমগীর হোসেন বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. নুর ইসলামের ছেলে।বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার সময় হামলায় পুলিশ আহত হন।আহত এসআই মো. নামুল হোসেন জাগো নিউজকে জানান, বীরগঞ্জ পৌর শহরের কলেজ মোড় এলাকার মো. নুর ইসলামের ছেলে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় আলমগীর পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। তাকে আটক করে নিয়ে আসার সময় আসামির পরিবারের লোকজন হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। হামলায় অফিসারসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, আহত পুলিশ সদস্যরা বর্তমানে আশঙ্কা মুক্ত।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আলমগীর হোসেন মোটরসাইকেল ছিনতাই, মাদক এবং পর্ণগ্রাফি আইনের মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা সুস্থ্য রয়েছেন বলে তিনি জানান। এমদাদুল হক মিলন/এমজেড/এমএস