দেশজুড়ে

সুন্দরগঞ্জে ডাকাতির ২৩ গরু উদ্ধার, আটক ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডাকাতি হওয়া ২৫টি গরুর মধ্যে ২৩টি উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

এ সময় বাহাদুরাবাদ এলাকার সাইদুর রহমান (৪০) নামের এক গাড়িচালককে আটক করে পুলিশ। গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের তত্ত্বাবধানে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ও জামালপুর জেলার পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করা হয়।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার বলেন, ডাকাতি হওয়া ২৫টি গরুর মধ্যে ২৩টি গরু উদ্ধার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জাগো নিউজকে বলেন, ডাকাতি হওয়া ২৫টি গরুর মধ্যে ২১টি উদ্ধার করা হয়েছে। অন্যগুলো উদ্ধারে অভিযান চলছে। এ সময় সাইদুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ারচর গ্রাম থেকে ২৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন।

তারা হলেন ওই কাজিয়ারচর গ্রামের মৃত কটিক উদ্দিনের ছেলে আজাহার মন্ডল (৪৫), আজাহার মন্ডলের ছেলে বিশা মন্ডল (২১) ও একই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে রহম আলী (৩৬)।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. তারা মিয়া বলেন, রোববার রাত ১০টার দিকে দুইটি নৌকায় করে প্রায় ৩৫ জনের একদল ডাকাত কাজিয়ারচর গ্রামে এসে পৌঁছে।

এ সময় ডাকাতদল মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ইউনুস আলীর ৮টি, রহিম মিয়ার ৮টি, সামাদ মিয়ার ৬টি, ছকমল মিয়ার ২টি ও জামাল মিয়ার ১টি গরু নৌকায় তুলে নিয়ে পালিয়ে যায়। পরে নৌকা নিয়ে ডাকাতদলের পিছু ধাওয়া করেও তাদের ধরা সম্ভব হয়নি।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি