বিশ্ব পরিবেশ দিবসে ঝাড়ু হাতে শহর পরিষ্কার করতে মাঠে নেমেছেন নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফফার খানসহ অনুষ্ঠানে আগত অতিথিরা। জেলা প্রশাসকের বাসভবন থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। তিনি জানান, জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা এ অভিযান অব্যহত রাখার জন্য বলেছি।`শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব` এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার সকালে পরিষ্কার পরিছন্নতা অভিযান, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, সহকারী কমিশনার মোহাম্মদ তালুত, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, রওশনারা কবীর লিলি প্রমুখ।এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাফিজুল নিলু/এমজেড/এমএস