প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত মানুষদের সব ধরনের সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, দুর্গত কোনো মানুষ না খেয়ে থাকবে না। এ লক্ষ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে। তাদের উন্নয়ন ও সহায়তায় যা যা করা দরকার সবই করবে সরকার।
সোমবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিটল নিলয় গ্রুপের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের উদ্যোগে এবং দিনাজপুর জেলা চাল কল মালিক গ্রুপের উদ্যোগে পৃথক পৃথকভাবে ত্রাণ বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজে নিটল নিলয় গ্রুপ আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইউমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সেলিমা আহ্মাদ মেরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
দুপুরে শহরের চুড়িপট্টি দিনাজপুর খাদ্য শস্য আড়তদার মালিক গ্রুপ আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে পুলহাটে দিনাজপুর চাউলকল মালিক গ্রুপ আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামসহ চাল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দ। এমদাদুল হক মিলন/এএম/এমএস