মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ওই পরিবহনের অজ্ঞাত (৩০) এক নারী যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস পাটুরিয়া ফেরিঘাটে আসে। পথিমধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় আসার পর নিহত যাত্রী ও তার কন্যা শিশু ও স্বজনকে নিয়ে বাস থেকে নেমে আসেন। পরে বাসটি ফেরিতে উঠার জন্য রওনা দিলে নিহত যাত্রী ও তার সঙ্গে থাকা স্বজনরা দ্রুত বাসটিতে উঠতে গেলে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ওই নারী যাত্রী। এছাড়া অপর দুইজন আহত হন। স্থানীয়রা শিশু ও তার স্বজনকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসটি আটক করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজমুল আহসান দুর্ঘটনায় ওই নারী যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। এমজেড/পিআর