দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় থানার পুকুর থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা চত্বরের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৩৭ বলে ধারণা করছে পুলিশ।

তবে নিহতের পরিচয় জানতে না পারলেও পুলিশের দাবি, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। থানা ভবনের পাশে মাঠের গোড়ায় তিনি সবসময় ঘুরাফেরা করতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে জানান, ভোরে থানার পশ্চিম পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিববেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম