দেশজুড়ে

ঈশ্বরদীতে দেড় কোটি টাকার নকল সিগারেটসহ গ্রেফতার ৮

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিভিন্ন নাম দিয়ে নকল কারখানায় সিগারেট তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ঈশ্বরদীতে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত সিগারেটের মূল্য এক কোটি ৫২ লাখ টাকা। বৃহস্পতিবার গভীররাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অফিসার আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া হাউজিং সি-ব্লকের মৃত আব্দুল বারী খানের ছেলে রফিকুল ইসলাম লাবলু, কুষ্টিয়া মঙ্গলবারী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে সঞ্জয় খান, মিরপুর থানার তালবাড়িয়া এলাকার আবু বক্কারের ছেলে রকিবুল ইসলাম, ভেড়ামারার সাহেব নগর এলাকার মৃত আশরাফুলের ছেলে সোহেল, রংপুর সদর বাহার বাছনা এলাকার নাজির হোসেনের ছেলে শামিম, রংপুর কাউনিয়া ভগিড়ায় মাহেরী এলাকার আব্দুল কাদেরের ছেলে বরকত আলী, পাবনা সাধুপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে পিন্টু ও ঈশ্বরদী পূর্ব টেংরী এলাকার মৃত হাজি মুন্তাজের ছেলে আলম। মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিভিন্ন ব্যান্ডের সিগারেট দিয়াড় বাঘইলস্থ ভাদুর গোডাউন ভাড়া নিয়ে স্টার, বেনসন, মিশন ওয়ান, গোল্ডলিফ, শকসহ ব্রিটিশ টোব্যাকোর ব্যান্ড নকল করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সিগারেট বানানোর ফিল্টার, রড, কাটিং তামাক, সিগারেট তৈরির মেশিনসহ আট ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, আটকদের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অফিসার আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।  আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর