বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় লক্ষ্মীপুরের রায়পুরে একটি কিন্ডার গার্টেনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্সি সাইচা গ্রামের বিএসকে আদর্শ একাডেমিতে তালা দেন।
পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই প্রতিষ্ঠানের শিক্ষক নাছির উদ্দিন জাবেদকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। তিনি সাইচা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসকে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক শহীদ উল্যা জাবেদ তার ফেসবুকে গত ১৪ আগস্ট রাতে একটা স্ট্যাটাস দেন।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ওই শিক্ষক স্ট্যাটাসটি মুছে ফেলেন।
ওই স্ট্যাটাসের স্থিরচিত্র (স্ক্রিনশট) ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় লোকজন। এরই জের ধরে মঙ্গলবার ওই বিদ্যালয়ে তালা ঝুলানো ও শিক্ষককে মারধর করা হয়।
স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার সওদাগর বলেন, ঘটনার পর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা এসে ফিরে গেছে।
বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জনগণকে নিয়ে জামায়াত পরিচালিত কিন্ডার গার্টেনটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আটক পুলিশে সোপর্দ করা শিক্ষক শিবিরের রাজনীতিকে সক্রিয় বলেও দাবি তার।
রায়পুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম /আইআই