নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিস লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার করেরগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিংড়া উপজেলার ডাক মন্ডপ গ্রামের আমীর হোসেন কান্দুর মোল্লার ছেলে আশরাফুল ইসলাম ও একই এলাকার হাতেম আলী প্রামাণিকের ছেলে জনি প্রামাণিক।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, স্থানীয় ডিসলাইনের ব্যবসায়ী আব্দুস সাত্তারের প্রতিষ্ঠানের দুই শ্রমিক জনি ও আশরাফুল লাইন মেরামতের কাজ করতে সকালে বের হন। বিভিন্ন লাইনের কাজ শেষে তারা উপজেলার করের গ্রাম টুলটুলি পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির উপরে চড়ে ডিস লাইনের সংযোগ দেওয়ার কাজ করছিলেন।
এসময় অসাবধানতাবসত বৈদ্যুতিক লাইনের সঙ্গে জড়িয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে তারা দুইজনেই ঘটনাস্থলে মারা যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি শুনেছেন বলে জানান। রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি