ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের একলেন মেরামতের কারণে বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে দুপুর পর্যন্ত এ যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
মহাসড়কে থেমে থেমে এ যানজট সৃষ্টি হলেও ঈদের ছুটির মধ্যে মেরামত কাজ সম্পন্ন না হলে এর তীব্রতা চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন পরিবহন চালকরা।
এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের একলেন মেরামত কাজ শুরু হওয়াসহ একলেন দিয়ে যানবাহন চলাচল করায় এ যানজট দেখা দিয়েছে। তবে এ যানজট নিরসনে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি