ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জোকা এলাকা থেকে রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ট্রাকের হেলপার রাজিব হোসেন (২২) গুরুতর আহত হন। ঘিওর থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে রড বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩০৭) মাগুরার দিকে যাচ্ছিল। রাত ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি খালি ট্রাক নিয়ে ১৪-১৫ জন ছিনতাইকারী রডবোঝাই ওই ট্রাকটি অতিক্রম করে সামনে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।এরপর ছিনতাইকারীরা ট্রাকের হেলপার রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এদিকে, চালক অর্পণ বাড়ৈকে (৩৮) ধারালো অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ছিনতাইকারীরা। পরে রশি দিয়ে তার হাত-পা এবং কাপড় দিয়ে চোখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে রডবোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, এ ঘটনায় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।এসএস/এমএস