ক্যাম্পাস

বেতন কাঠামো পুনর্নির্ধারনের দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন

প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। পরে শিক্ষক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে মানববন্ধনে মিলিত হন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এসময় ৬ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানান। এছাড়া আগামী ৮ জুন বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘটের কর্মসূচিও ঘোষণা করেন তারা।একে জামান/এসএস/এমএস