দেশজুড়ে

কুড়িগ্রামে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

কুড়িগ্রামে ১২ দফা দাবিতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে শহরের কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।এ কর্মসূচিতে জেলার ৫৬৩টি সরকারি বিদ্যালয় ও ৬৫০টি জাতীয়করণকৃত স্কুলের প্রায় ৫ হাজার সহকারী শিক্ষক কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে। পরে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সায়েম আনছারী, সদর থানা সভাপতি এসএম তৌহিদুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা ১২ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত ৬ থেকে ১০ জুন কালো ব্যাচ ধারণ ও ১১ থেকে ১৪ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মবিরতি পালন করার জন্য আহ্বান জানান।নাজমুল হোসেন/এসএস/এমএস