দেশজুড়ে

ফেসবুকের কল্যাণে ত্রাণ পেল যমুনা পাড়ের বানভাসিরা

ফেসবুকের মাধ্যমে সংগৃহিত দুই লাখ ৫৭ হাজার টাকার ত্রাণ সামগ্রী পেয়েছে যমুনা পাড়ের বানভাসিরা। সম্প্রতি বন্যার্তদের অসহায়ত্বের সচিত্র তথ্য ফেসবুকে তুলে ধরে ফান্ড সংগ্রহের ঘোষণা দেন স্থানীয় সাংবাদিক মামুন বিশ্বাস। দুই সপ্তাহের ব্যবধানে দেশ–বিদেশ থেকে পাওয়া সেই টাকায় বৃহস্পতিবার ৪শ বানভাসির মাঝে ৭ কেজি চাল, মুড়ি, চিড়া, ডাল, সয়াবিন, চিনি, আলু এবং ওষুধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের যমুনা নদী সংলগ্ন চরাঞ্চলসহ বন্যা কবলিত প্রায় ৭টি গ্রামের নারী-পুরুষ জড়ো হতে থাকে ত্রাণ সংগ্রহের জন্য। পরে দ্বাদপট্টি মোড়ে সাংবাদিক মামুন বিশ্বাসের সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ।

এ সময় এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মোল্লা, মাই টিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, করতোয়ার প্রতিনিধি নারায়ণ মালাকার, এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি রফিক মোল্লা, কোষাধ্যক্ষ মুক্তার হাসান, সিরাজগঞ্জ কমেডি ক্লাবের পরিচালক এস এম সুজন, রিগান, মানিক, আরিফুল, শামীম, লোকমান ও শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

যমুনা নদীর পশ্চিম পাড় আড়কান্দি চরের বানভাসি মোতালেব, কুলসুম ও জমেলা খাতুন ত্রাণ পেয়ে মামুন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা ফেসবুকের মাধ্যমে টাকা দিয়ে অসহায়দেরে পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মোল্লা ও তরুণ সমাজ সেবক আলতাফ হোসেন মন্ডল বলেন, দেশ স্বাধীনের পর এই প্রথম দেখলাম কোনো জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতার দানে নয় ফেসবুকের মাধ্যমে সংগৃহিত অর্থে এত পরিমাণ ত্রাণ সামগ্রী নিঃস্বার্থভাবে কেউ বিতরণ করল। বানভাসিদের পাশে দাঁড়িয়ে ফেসবুক ব্যবহারকারীরা মহৎ কাজের উদাহরণ সৃষ্টি করছেন। এটা নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, ফেসবুকের ভালো ব্যবহার করে মামুন বিশ্বাস দেশের হত-দরিদ্র, রোগাক্রান্ত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন। ফেসবুক দিয়েও যে ভালো কাজ করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ৪শ বানভাসির মাঝে ত্রাণ বিতরণ।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজিব বলেন, সাংবাদিক মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। আমরা সবাই তার ভালো কাজের সঙ্গে আছি।

এবারের বন্যায় সিরাজগঞ্জের যমুনা নদী বেষ্টিত চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও আমনসহ প্রায় সাড়ে ৭ হাজার একর জমির ফসল তলিয়ে লাখ লাখ টাকা ক্ষতি মাথায় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন যমুনার চরের হাজার হাজার মানুষ। মাঠে কাজ না থাকায় অসহায় মানুষগুলো খেয়ে না খেয়ে দিন পার করছেন।

আরএআর/আইআই